কিভাবে ফ্রিতে Hostinger থেকে হোস্টিং নিবেন?

Manjur Rosid

November 20, 2025

আপনি সঠিক পড়েছেন। চলেন আপনাকে দেখাই কিভাবে ফ্রিতে Hostinger থেকে হোস্টিং নিবেন।

কিভাবে ক্যাশব্যাক পাবেন?

ক্যাশব্যাক পেতে নিচের ধাপ গুলো মনোযোগ দিয়ে পড়ুন, আর নির্ভুল ভাবে অনুসরণ করুন। কোন স্টেপস না বুঝলে নিচে কমেন্ট করুন, বা আমাকে WhatsApp এ নক করুন এই লিংক থেকে: https://wa.me/8801922186800

ধাপ ১: একাউন্ট তৈরি করুন

প্রথমে TopCashBack ওয়েবসাইট এ একটা একাউন্ট করে ফেলেন ওরাই আমাদের ক্যাশব্যাক প্রসেস করবে PayPal, Virtual Visa Prepaid Card, আর ACH পেমেন্ট মেথড সাপোর্টেড ব্যাংক একাউন্ট গুলোতে, যেমন:

  1. Wise
  2. Payoneer
  3. nsave
  4. Elevate Pay

ধাপ ২: একাউন্ট ভেরিফিকেশন

এইবার একাউন্ট ভেরিফাই করে নিচের তথ্য গুলো অ্যাড করে ফেলেন। যেমন:

  1. আপনার নাম ও
  2. জন্ম তারিখ

নোট: এড্রেস অ্যাড করা লাগবে না।

ধাপ ৩: ক্যাশব্যাক উইথড্র করতে Payment Details যুক্ত করা

এইবার Payment Details পেজ এ এসে নিচের মতো করে আপনার তথ্য গুলো যুক্ত করে নিন। আপনি PayPal দিয়ে তুলতে চাইলে শুধু PayPal ইমেইল অ্যাড করলেই হবে।

Notice

আপনি যদি ভার্চুয়াল ভিসা কার্ড-এ ক্যাশব্যাক নিতে চান, তাহলে Payment Details অ্যাড করার দরকার নাই। বা আপনি চাইলে ক্যাশব্যাক অ্যাভেলেবেল হওয়ারও পরে Virtual Visa Prepaid Card সিলেক্ট করে উইথড্র করতে পারবেন পাশের ছবির মতো করে। সেক্ষেত্রে আপনি পরের #৪ পয়েন্ট এ চলে যান।

Virtual Visa Prepaid Card
  1. Account Holder’s Name – এর ঘরে আপনার Wise, Payoneer, nsave, Elevate Pay, বা যেকোন ACH সাপোর্ট করে এমন একাউন্ট এর নাম দিবেন, আর সেটা যেন ১০০% মিল থাকে।
  2. Account Name – এই ঘরে আপনি একক শব্দে যেকোন কিছু দিতে পারেন। যে একাউন্ট অ্যাড করবেন তাদের নাম ও দিতে পারেন। যেমন: Wise/Payoneer/nsave/ElevatePay
  3. Routing Number – এইখানে আপনার একাউন্ট থেকে রাউটিং নাম্বার নিয়ে বসিয়ে দিবেন।
  4. Account Number – এইখানে আপনার একাউন্ট নাম্বার নিবেন।
  5. Account Type – এইখানে একাউন্ট এর ধরন দিবেন। সাধারণত আমাদের Wise অন্য গুলো থেকে প্রাপ্ত একাউন্ট “Checking” টাইপ হয়। তাও একবার ক্রস চেক করে নিবেন। না হলে উইথড্র দিলে সেটা বাউন্স হয়ে টপক্যাশব্যাক এ রিটার্ন যাবে, সেক্ষেত্রে ২-৩ সপ্তাহ লাগবে আপনার টপক্যাশব্যাক একাউন্ট এ রিটার্ন হওয়া এমাউন্ট শো করতে।

ধাপ ৪: Ads ও Tracker Blocker সাময়িক বন্ধ করুন

আপনার ব্রাউজার, বা কম্পিউটার এ থাকা Ads Blocker ব্রাউজার এক্সটেনশন, বা Tracker blocker সাময়িক সময়ের জন্য বন্ধ করে নিন, না হলে ট্র্যাকিং হবে না। ফলে আপনার পারচেজ ট্র্যাক করতে পারবে না, যা ক্যাশব্যাক পেতে বাধা দিবে।

ধাপ ৫: ক্যাশব্যাক একটিভ করুন

এইবার আপনি Hostinger এর পেজে চলে আসেন, আর “Get up to 101% Cash Back” বাটন এ ক্লিক করেন।

Topcashback Hostinger Page

Important Note

আপনি যখন পোস্ট পড়তেছেন, তখন ক্যাশব্যাক এর পরিমাণ কম বেশি হতে পারে। প্রতি নিয়ত ক্যাশব্যাক এমাউন্ট পরিবর্তন হয়। তবে আপনি যখন পারচেজ করবেন, তখন যত % ক্যাশব্যাক দেখাবে, আপনি ঠিক তত % ক্যাশব্যাকই পাবেন।

ধাপ ৬: Hosting বা VPS প্ল্যান কিনুন

এখন যেকোন Hosting, বা VPS প্ল্যান নিতে পারেন। পারচেজ করার পরে ২-৭২ ঘণ্টার মধ্যে সেটা আপনার TopCashBack একাউন্ট এ অ্যাড হয়ে যাবে, আর ১৪-১৬ সপ্তাহের মধ্যে ক্যাশব্যাক এমাউন্ট অ্যাভেলেবেল হয়ে যাবে, তখন আপনার দেয়া ব্যাংক একাউন্ট এ উইথড্র করতে পারবেন। উইথড্র দেয়ার ২ কর্ম দিবসের (আমেরিকার) মধ্যে ক্যাশব্যাক এমাউন্ট আপনার একাউন্ট এ চলে আসবে। ট্র্যাকিং হওয়ার পরে আপনি যেকোন পেজে ভিজিট করলে সেটাও কাউন্ট হবে, তাই Hosting বা VPS যেটাই কিনেন না কেন, সেটার ক্যাশব্যাক পেয়ে যাবেন।

অতিরিক্ত ১০% ক্যাশব্যাক পেতে টপক্যাশব্যাক-এ দেয় নিচের কুপন কোডটি ইউজ করতে পারেন।TCBUS10

ক্যাশব্যাক উইথড্র করুন

পারচেজ ট্র্যাকিং হওয়ার ইমেল পাওয়ার পরে আপনার TopCashBack সাইট এর Earnings page এ আসলে এমন ইনফরমেশন দেখতে পারবেন। প্রথমে Retailer এর নাম, পরে Purchase Date, Purchase (এমাউন্ট), Cash Back (এমাউন্ট) দেখতে পারবেন। সেটা টগল বা এক্সপ্যান্ড করলে Estimated Payable Speed, Order ID দেখতে পারবেন।

এখন এই ১৪-১৬ সপ্তাহ অপেক্ষা করার পরে ওরাই আপনাকে ইমেল করবে আপনার ব্যালান্স অ্যাভেলেবেল হয়ে গেছে উইথড্র দেয়ার জন্য। আপনি তখন Earnings page এ আসলে Cash Out বাটন পাবেন উপরেই। সেখানে ক্লিক করলে পরের পেজে দেখাবে আপনি কত এমাউন্ট তুলতে চান, বা ডোনেশন করতে চান কিনা। নেক্সট এ গেলে আপনাকে মেথড সিলেক্ট করতে বলবে, একবারে শেষ অপশন হিসাবে ACH Method পেয়ে যাবেন। সেখানে ক্লিক করলে আপনার আগের ব্যাংক একাউন্ট ইনফো দেখাবে। আপনি কনফার্ম করে Payout করলেই ২ দিনের মধ্যে একাউন্ট এ চলে আসবে।

Topcashback Earnings Page

Notice

সকলের প্রতি পরামর্শ থাকবে কম্পিউটার থেকে পারচেজ করার জন্য। মোবাইল থেকে পারচেজ করলে অনেক সময় ট্র্যাকিং এ ইস্যু হয়, তাই টপক্যাশব্যাক থেকে রেকমেন্ড করে কম্পিউটার ইউজ করে পারচেজ করতে। ধন্যবাদ

সাধারণ জিজ্ঞেসা:

  • এইখানে আমার প্রতারিত হওয়ার সুযোগ আছে কি?না, কারণ এইখানে আপনি Retailer কে পেমেন্ট করতেছেন, TopCashBack কে না। যেমন আপনি হোস্টিং কিনলে Hostinger সাইট থেকে পেমেন্ট করতেছেন, আর সাথে সাথেই hosting বুঝে পাচ্ছেন। টপক্যাশব্যাক যদি আগামীকাল নাও থাকে, বা ভেগে যায়, তবুও আপনার hosting থেকে যাবে। তাই প্রতারিত হওয়ার সুযোগ ০%।
  • ওরা কেন ক্যাশব্যাক দিচ্ছে?ওরা আমেরিকান কোম্পানি গুলোর সাথে কোলাবোরেশন/পার্টনারশীপ এ কাজ করে। একটা হিউজ ভলিউম এর ট্রাফিক ড্রাইভ করার জন্য ওদের বোনাস বা পেমেন্ট করে। সেখান থেকে ওরা শেয়ার করে। আমেরিকান একটা লিডস জেনারেট করা কেমন এক্সপেন্সিভ টা তো আপনি গুগল করলেই জানতে পারবেন। আরও বিস্তারিত পেয়ে যাবেন ওদের help পেজ এ। https://www.topcashback.com/help/
  • আমি এফিলিয়েট লিংক, বা কুপন ইউজ করতে পারব?Hostinger Terms Exclusioinsদেখেন ওরা কমিশন পাচ্ছে একটা সাকসেসফুল লিড (আপনি পারচেজ করার পরেই) পাওয়ার পরে। এখন আপনি যদি আমার রেফারেল লিংক ইউজ করেন, তাহলে তো সেটা বুঝাচ্ছে আমি Retailer কে লিড দিয়েছি, TopCashBack না! তাই ক্যাশব্যাক নাও পেতে পারেন যদি রেফারেল লিংক ইউজ করেন। আর কুপন শুধু মাত্র যেগুলো ওদের Retailer pege (Hostinger) আছে, সেগুলোই ইউজ করতে পারবেন। তবে থার্ড পার্টি কুপন, যেমন অনলাইন বা Honey থেকে এনে ইউজ করলে আপনি হয়তো ক্যাশব্যাক নাও পেতে পারেন। প্রতিটা retailer page এ ওরা সেটা বলে দেয়।যেমন Hostinger এর ক্ষেত্রে সেটা স্পষ্ট করে বলে দিয়েছে উপরের ছবির মতো।
  • হোস্টিং রিনিউ করলে কি ক্যাশব্যাক পাব?না, এই অফার শুধুমাত্র নতুন একাউন্টের জন্য। আপনাকে উপরের প্রসেস ফলো করে Hostinger এ পারচেজ করার সময় নতুন একাউন্ট করে একাউন্ট ক্রিয়েট করতে হবে শেষ ধাপে। আগে একাউন্ট ক্রিয়েট করে নিলেও হবে না। আপনি ওদের Owership Transfer মেথড ফলো করে সহজেই পুরাতন একাউন্ট থেকে নতুন একাউন্ট এ আপনার ওয়েবসাইট ট্রান্সফার করতে পারবেন কোন ম্যানুয়াল ট্রান্সফার না করেই। বিস্তারিত পেয়ে যাবেন এইখানে: https://www.hostinger.com/support/9214881-how-to-transfer-website-ownership-in-hostinger/
  • ডোমেইন কিনলেও কি ক্যাশব্যাক পাব?Yesssss! এইবার ওরা হোস্টিংয়ের পাশপাশি ডোমেইন পারচেজ এ ও ২০.২% ক্যাশব্যাক দিচ্ছে। মানে ১০ ডলারের ডোমেইন কিনতে পারবেন ৭.৯৮ ডলারে। কিন্তু সেটা প্রথম পারচেজ এর ক্ষেত্রেই কেবল কাজ করবে।
  • যেকোন Hosting, বা VPS কিনলেই কি ক্যাশব্যাক পাব?কথা সত্য, আপনি যেকোন হোস্টিং বা ভিপিএস প্ল্যান কিনলেই ক্যাশব্যাক পাবেন। মানে একদম ফ্রিতে হোস্টিং বা ভিপিএস পেয়ে যাচ্ছেন। চাইলে লং টার্ম প্ল্যান নিয়ে ফেলতে পারেন, তাহলে আর ৪ বছর টেনশন করা লাগবে না।
  • আমি এই মেথড ফলো করে কিনেছিলাম, কিন্তু ক্যাশব্যাক দেখাচ্ছে না!পারচেজ করার পর ৭২ ঘণ্টা পর্যন্ত লাগতে পারে পেন্ডিং ক্যাশব্যাক এমাউন্ট আপনার টপক্যাশব্যাক একাউন্ট এ শো করার জন্য। এরপরেও যদি শো না করে, তাহলে Missing Cash Back Claim পেজ থেকে ফর্ম সাবমিট করলে ওরা ম্যানুয়ালি রিটেইলার এর কাছে ক্যাশ ব্যাক ক্লেম করে। সেক্ষেত্রে ক্যাশ ব্যাক অ্যাভেলেবেল হতে হতে ৪-৬ সপ্তাহ বেশি সময় লাগতে পারে, মানে মোট ১৮-২০ সপ্তাহ লেগে যাবে, কিন্তু ক্যাশ ব্যাক আপনি পাবেন ১০০% সিওর!

0 Comments

Submit a Comment

Your email address will not be published. Required fields are marked *